আজহারুল হক, ময়মনসিংহ: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গফরগাঁও উপজেলায় বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (সতের বাড়ি হাই স্কুলের) ৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে আজ শুক্রবার তা শেষ হবে। বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গন। বর্ণিল আয়োজনে অংশ নেন শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠের এই অনুষ্ঠানে সমবেত কণ্ঠে সংগীতের মধ্য দিয়ে শুরু হয় পর্ব।
অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয় সন্ধ্যার পর। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী আখি আলমগীর।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, মালয়েশিয়ার সানওয়ে, ড. মহিউদ্দিন, বেস্কিমকোর কর্মকর্তা শামছুল আলম, প্রাক্তন প্রধান শিক্ষক এবি এম আলাউদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল হক, বর্তমান প্রধান শিক্ষক হাবিবুর রহমান, এমপির একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল, নেত্রকোনার আটপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সূরুজ মিয়া, ডা. মজিবর রহমান, গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান, পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক শিক্ষার্থী, আ.লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।