শিরোনাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সারাদেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

ফারমিনা তাসলিম : কাল শনিবার সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য ৮ জন প্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচনে অংশ নেওয়া সবাই পেশায়  শিক্ষার্থী। তাদের চোখ মুখে নির্ভার তারুণ্য। তাদের স্বপ্ন প্রিয় বাংলাদেশ সারাবিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে।

আয়োজকরা জানান, কৈশোর থেকে গণতন্ত্রের চর্চা প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ভিন্ন নির্বাচনী আমেজ। হাতে কলমে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। নির্বাচনী তফসিল মেনে আচরণবিধি সম্পর্কে জানানো হচ্ছে । ব্যালেট বাক্সও প্রস্তুত আছে। শেষ মুহূর্তের প্রচারণায় দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের।

স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের প্রার্থী রাফিকা রুহি ইসলাম বলেন, সবার কাছে যথাযথ ভোট চেয়েছি। ওদেরকে বলেছি, আমি ওদের জন্য যথাযথ কাজ করবো।

আরেক প্রার্থী পুনম প্রিয়ম নায়না বলেন, যদি নির্বাচিত নাও হই, যে নির্বাচিত হবে, তার সঙ্গে মিলে কাজ করবো।

প্রধান নির্বাচন কমিশনার দীপান্বিতা দে নন্দিনী বলেন, উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। কোনো কারচুপি হবে না। আমরা চাচ্ছি, পুরো নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়।’

ভোটাররা জানান, যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা।

শিক্ষাবিদদের মতে, নতুন প্রজন্মকে দায়িত্বশীল করে তুলতে এমন সহশিক্ষা কার্যক্রম সহায়ক হবে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর অতিরিক্ত সচিব ও পরিচালক বলেন, লিডারশিপ তৈরির জন্য, গণতান্ত্রিক মূল্যবোধকে ছোট বাচ্চাদের মধ্যে তৈরি করার জন্য এগুলো হওয়া দরকার।

সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ রাইশুল আলম ময়না বলেন, স্কুলের বিভিন্ন কাজেও তারা যেন নিজেদেরকে সম্পুক্ত করে এগিয়ে যেতে পারে, এসব চিন্তা থেকে স্টুডেন্টস কেবিনেট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ১৬ হাজার ৮৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়