আগামী সপ্তাহে ট্রাম্প অভিবাসন বিল অনুমোদনের আগে বুধবার এর রূপরেখা নিয়ে বিচার-বিশ্লেষণ করে বলেছেন, কংগ্রেস মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য তার প্রস্তাব অনুযায়ী, ২৫শ’ কোটি ডলার দিতে রাজি থাকলে তিনি লাখো অবৈধ তরুণ ‘ড্রিমার’কে নাগরিকত্ব দিতে প্রস্তুত।
ওইদিন হোয়াইট হাউজে ট্রা্প সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে একটি চুক্তি হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। আর কংগ্রেসের আইনপ্রণেতারা যদি ড্রিমারদের নিয়ে কোনো চুক্তিতে পৌঁছতে না পারে তাহলেও ড্রিমার প্রকল্পের (ডিএসিএ) মেয়াদ আরো বাড়াতে পারেন বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।
পাঁচ বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ) প্রকল্পের আওতায় সুরক্ষা পেয়েছিল অনিবন্ধিত প্রায় আট লাখ তরুণ অভিবাসী। আইনের ফাঁক গলে যুক্তরাষ্ট্রে যাওয়া এ তরুণদের বিতাড়নের হাত থেকে রেহাই দিয়ে সেদেশে বসবাস, পড়াশোনা ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন ওবামা।
গত বছর সেপ্টেম্বরে প্রকল্পটি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ট্রাম্প ‘ডিএসিএ’ র বিরোধিতা করে এসেছেন। তাই নির্বাচিত হওয়ার পরই তিনি সেপথে হেঁটেছেন। কিন্তু ডেমোক্র্যাটরা তার এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলে আসছে, ওই তরূণরা যাতে যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারে, সেই রকম আইনই আনা উচিত।
ড্রিমার প্রকল্পটি নিয়ে দ্বিদলীয় প্রস্তাব এ পর্যন্ত প্রত্যাখ্যান করে এসেছেন ট্রাম্প। তার অনড় অবস্থানের কারণে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে তিনদিনের জন্য সরকারও অচল হয়েছে। শেষ পর্যন্ত রিপাবলিকানরা প্রস্তাবটি নিয়ে আলোচনা চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পর গত সোমবার থেকে আবার সরকার সচল হয়েছে।
বুধবার হোয়াইট হাউজে আকষ্মিক এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ড্রিমারদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা সংকটের সমাধান করব। এটি ডেমোক্র্যাটদের ওপর নির্ভর করছে। কিন্তু তাদের (ড্রিমার) উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
সময়ের আবর্তে ড্রিমারদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলে ট্রাম্প আশ্বাস দেন। তিনি বলেন, কেউ ভাল কাজ এবং কঠোর পরিশ্রম করে থাকলে ১০ থেকে ১২ বছরের মধ্যে এটি ঘটবে।
তবে এক টুইটে ট্রাম্প সতর্ক করে একথাও বলেছেন যে, “প্রাচীর না তুলতে পারলে ডিএসিএ’ প্রকল্পও থাকবে না।” সিনেট সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার মেক্সিকো প্রাচীরের জন্য তহবিলের প্রস্তাব প্রত্যাহারের পরদিন ট্রাম্প টুইটে এ হুঁশিয়ারি দেন।
ডেমোক্র্যাটরা চায়, রিপাবলিকানরা ড্রিমারদের নাগরিকত্ব মঞ্জুর করে একটি অভিবাসী চুক্তি অনুমোদন করুক। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো দেওয়ালের জন্য অর্থের বিনিময়ে সেটি করার দাবি করছেন। সূত্র : বিডিনিউজ