শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের গুলিতে যুবক নিহত, ৩ পুলিশ প্রত্যাহার

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামে এক যুবককে আটকের জের ধরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহতসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে সীতাকুন্ডের ভাটিয়ারীতে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুইজন হলেন, কবির আহমেদ ভোলা (৫৫) ও ইমরান আলী জয় (১৯) ।

এদিকে একজন নিহতসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ী এক সাব ইন্সপেক্টরসহ (এসআই)সহ ৩ জনকে প্রত্যাহার এবং এ ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রত্যাহার করা তিনজন হচ্ছে সীতাকুন্ড থানার এসআই নাজমুল হুদা, কনষ্টেবল আবুল কালাম, আনসার সদস্য ইসমাইল হোসেন।সকালে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার ভাটিয়ারী ঘটনাস্থল পরিদর্শন কালে এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের অভিযোগ, সাদা পোষাকে পুলিশ পরিচয় দিয়ে ভাটিয়ারী তেলীপাড়া থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা কোন ওয়ারেন্ট বা মামলা ছাড়া কেন আটক করা হচ্ছে জানতে চাইলে এ নিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর তর্কবিতর্ক চলে।এই সময় পুলিশ ফাঁকা গুলি চালালে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে ডাকাত ডাকাত বলে তাদের ধাওয়া করে। এতে পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করে।

গুলিতে সাইফুল ইসলাম, কবির আহমেদ ভোলা ও ইমরান আলী জয় নামে ৩ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুলের মৃত্যু হয়।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন জানান, গ্রামবাসী অভিযোগ করেছে সাদা পোষাকের পুলিশ কোন কারণ ছাড়াই বিনা ওয়ারেন্টে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন। এতে পুলিশ গুলি চালায়। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়