শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয়তাবাদের বিষ ছড়ানোয় ট্রাম্পকে দুষলেন মের্কেল

লিহান লিমা: সুইজারল্যান্ডের ড্যাভোসে বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন এ নিজের ভাষণে ডানপন্থী রাজনীতিকে ‘বিষ’ বলে আখ্যায়িত করছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এছাড়া তিনি জাতীয়তাবাদ ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেন।

মের্কেল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার জন্য ট্রাম্পের সমালোচনা করে বলেন, একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব এখন এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। রক্ষণশীলতা কখনোই বৈশ্বিক সমস্যা সমাধান করতে পারবে না। যদি আমরা নিজেকে গুটিয়ে নেই তবে ভবিষ্যত সমস্যা সমাধান করা কখনোই সম্ভব হবে না। এই সময় ব্রেক্সিট ইস্যুতে মের্কেল বলেন, এরপর ব্রিটেনের সঙ্গে কখনোই আগের মত সম্পর্ক হবে না।

মের্কেল বলেন, আমি জাতীয়তাবাদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, এটি বর্তমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রসঙ্গত, মের্কেল নিজ দেশেও জাতীয়তাবাদীদের চাপে আছেন। জার্মানিতে এই প্রথমবারের মত সাধারণ নির্বাচনে কট্টর ডানপন্থী দল এএফডি বুন্ডেসটার্গে স্থান করে ইতিহাস সৃষ্টি করে। সেই সঙ্গে এক যুগ ধরে জার্মানিকে শাসন করা মের্কেল সরকার গঠন নিয়ে জটিলতায় পড়েন। এছাড়া ২০১৭ সালে ফ্রান্স এবং নেদারল্যান্ডে ডানপন্থীদের উত্থান ঘটে।

মের্কেল ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশংসা করে বলেন, ম্যাক্রোঁ ইউরোপের রাজনীতি এবং অর্থনীতির সংস্কার করছেন। তিনি ইউরোপকে নতুন উদ্যমে জাগিয়ে তুলছেন। এর আগে ম্যাক্রোঁ নিজের বক্তৃতায় পরিবেশ, শক্তি সম্পদ ও জ্বালানি, সামাজিক ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা ইস্যুতে ইইউ দেশগুলোর ১০ বছরের একক লক্ষ্যমাত্রার কথা বলেন। তিনি বলেন, উচ্চাকাঙ্খায় কোন ভুল নেই। ইইউ’র ২৮টি রাষ্ট্র মিলে এককভাবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। ডেইলি মেইল, দ্য লোকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়