এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর): দৈনিক মানবজমিন পত্রিকার কালকিনি প্রতিনিধি ও প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য শিক্ষক জিএম দেলোয়ার হোসেন দুলালের অকাল মৃত্যুতে এক শোকসভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় কালকিনি প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মিলনের সভাপতিত্বে ও সম্পাদক মো. জাফরুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি বাহাউদ্দিন সাহিদ, অর্থসম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক নাসিরউদ্দিন ফকির লিটন, সদস্য রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুজ্জামান দুলাল, সমাজ সেবা সম্পাদক আবির হাসান, সাহিত্য সম্পাদক সাহেদ হোসেন, সদস্য আবদুল কাইয়ুম ও সেন্টু তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক জিএম দেলোয়ার হোসেন দুলাল গত শুক্রবার বিকালে স্ট্রোক করে মারা যান।