শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া খবরকে ইডেন গার্ডেনের সাপের সঙ্গে তুলনা করলেন পোপ

লিহান লিমা: ভুয়া খবরকে শয়তানের সঙ্গে তুলনা করে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, এটি হচ্ছে ইডেন গার্ডেনের সাপের মত, যা ইভকে ইশ্বরের আদেশ অমান্য করতে বাধ্য করেছিল, তাই সাংবাদিকদের সব সময় সত্য অনুসন্ধানে তৎপর থাকতে হবে।

সামাজিক যোগাযোগ ইস্যুতে বার্ষিক বার্তায় বুধবার পোপ বলেন, ভুয়া খবর প্রতারণা ও কুসংস্কার ছড়ায়। বাইবেল যুগের শুরুতে প্রথম ভুয়া খবরের সূচনা হয়েছিল। যখন ইভ সাপের প্ররোচনায় প্রভাবিত হয়ে ইডেন গার্ডেনের আপেল গ্রহণ করে। এই ঘটনা আমাদের শেখায়, মিথ্যা খুবই সুক্ষ্ম হয় যা অতি ভয়ঙ্কর ও ক্ষতিকর। এর মাধ্যমে মানুষের হৃদয়ে প্রভাবিত করে তার মনে কৃপ্রবৃত্তি জাগিয়ে তোলা হয়, তাকে ভুল পথ বেছে নিতে বাধ্য করা হয়।

পোপ বলেন, তথ্য যুগের সূচনার এই সময়ে সাংবাদিকদের নৈতিকতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সত্যকে ধারণ করে সাংবাদিকদের মিথ্যে, বাগাড়ম্বতা এবং সংবেদনশীলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এটি কোন পেশা নয়, একটি লক্ষ্য। এছাড়া পোপ পক্ষপাতদুষ্ট, ক্ষতিকর এবং ভুয়া তথ্য সম্বলিত প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেন, অসঙ্গতিপূর্ণ তথ্য, অপবাদ ও মানহানিকর সংভাদ প্রচার গণমাধ্যমের পাপ।

প্রসঙ্গত, পোপ হ্ওয়ার পূর্বে আর্জেন্টিনার গণমাধ্যমের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ফ্রান্সিসের। ভাটিক্যানের দায়িত্ব গ্রহণের পর এক সাক্ষাতকারে তিনি নিজ দেশের গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তাকিয়ে দেখ, ইশ্বর আমাকে কি দায়িত্ব দিয়েছেন।’ গার্ডিয়ান, ইউএসএ টুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়