শিরোনাম
◈ ব্যবসার আড়ালে চোরাচালান, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং মামলা ◈ হাসিনার রায় নিয়ে বিজেপি নেতা শুভেন্দু যে মন্তব্য করলেন! ◈ সম্পদ বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত? যা জানাগেল ◈ জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপে জায়গা নি‌শ্চিত কর‌লো ◈ কোটালীপাড়ায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত ◈ শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার্স ক্রিকে‌টে আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ ◈ ‘আই ডোন্ট কেয়ার’ পোস্টে বিতর্ক, শাহবাগ থানায় সোপর্দ ঢাবির ডেপুটি রেজিস্টার ◈ তা‌মিম ইকবাল বিপিএল থেকে নাম প্রত্যাহার ক‌রে নি‌লেন ◈ শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া খবরকে ইডেন গার্ডেনের সাপের সঙ্গে তুলনা করলেন পোপ

লিহান লিমা: ভুয়া খবরকে শয়তানের সঙ্গে তুলনা করে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, এটি হচ্ছে ইডেন গার্ডেনের সাপের মত, যা ইভকে ইশ্বরের আদেশ অমান্য করতে বাধ্য করেছিল, তাই সাংবাদিকদের সব সময় সত্য অনুসন্ধানে তৎপর থাকতে হবে।

সামাজিক যোগাযোগ ইস্যুতে বার্ষিক বার্তায় বুধবার পোপ বলেন, ভুয়া খবর প্রতারণা ও কুসংস্কার ছড়ায়। বাইবেল যুগের শুরুতে প্রথম ভুয়া খবরের সূচনা হয়েছিল। যখন ইভ সাপের প্ররোচনায় প্রভাবিত হয়ে ইডেন গার্ডেনের আপেল গ্রহণ করে। এই ঘটনা আমাদের শেখায়, মিথ্যা খুবই সুক্ষ্ম হয় যা অতি ভয়ঙ্কর ও ক্ষতিকর। এর মাধ্যমে মানুষের হৃদয়ে প্রভাবিত করে তার মনে কৃপ্রবৃত্তি জাগিয়ে তোলা হয়, তাকে ভুল পথ বেছে নিতে বাধ্য করা হয়।

পোপ বলেন, তথ্য যুগের সূচনার এই সময়ে সাংবাদিকদের নৈতিকতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সত্যকে ধারণ করে সাংবাদিকদের মিথ্যে, বাগাড়ম্বতা এবং সংবেদনশীলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এটি কোন পেশা নয়, একটি লক্ষ্য। এছাড়া পোপ পক্ষপাতদুষ্ট, ক্ষতিকর এবং ভুয়া তথ্য সম্বলিত প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেন, অসঙ্গতিপূর্ণ তথ্য, অপবাদ ও মানহানিকর সংভাদ প্রচার গণমাধ্যমের পাপ।

প্রসঙ্গত, পোপ হ্ওয়ার পূর্বে আর্জেন্টিনার গণমাধ্যমের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ফ্রান্সিসের। ভাটিক্যানের দায়িত্ব গ্রহণের পর এক সাক্ষাতকারে তিনি নিজ দেশের গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তাকিয়ে দেখ, ইশ্বর আমাকে কি দায়িত্ব দিয়েছেন।’ গার্ডিয়ান, ইউএসএ টুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়