শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবিপ্রবিতে ‘বাংলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

কাজী বাবলা, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভারতের কলকাতার প্রবহমান বাংলাচর্চার যৌথ উদ্যোগে ‘বাংলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন পাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বভারতী ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. অর্পনা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তপন কুমার মন্ডল, অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ ও শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বভারতী ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. অর্পনা রায় বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চায় পাবনা অঞ্চল বিশেষ স্থান দখল করে আছে। তিনি বড় পরিসরের কোন সভায় প্রথম বাংলা বক্তব্য পাবনাতেই দেন।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, মানুষ যদি মানবিকতাবোধ সম্পন্ন না হয় তাহলে বিজ্ঞান,প্রযুক্তিতেও সে উন্নতি করতে পারে না। নবীন বিশ্ববিদ্যালয়ের এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার আলোকিত হবে। সম্মেলনে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন সাইফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।

সম্মেলনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৭০জন শিক্ষাবিদ ও গবেষক উপস্থিত ছিলেন। ১০টি সেশনে প্রায় দেড়শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়