শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবিপ্রবিতে ‘বাংলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

কাজী বাবলা, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভারতের কলকাতার প্রবহমান বাংলাচর্চার যৌথ উদ্যোগে ‘বাংলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন পাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বভারতী ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. অর্পনা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তপন কুমার মন্ডল, অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ ও শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বভারতী ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. অর্পনা রায় বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চায় পাবনা অঞ্চল বিশেষ স্থান দখল করে আছে। তিনি বড় পরিসরের কোন সভায় প্রথম বাংলা বক্তব্য পাবনাতেই দেন।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, মানুষ যদি মানবিকতাবোধ সম্পন্ন না হয় তাহলে বিজ্ঞান,প্রযুক্তিতেও সে উন্নতি করতে পারে না। নবীন বিশ্ববিদ্যালয়ের এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার আলোকিত হবে। সম্মেলনে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন সাইফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।

সম্মেলনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৭০জন শিক্ষাবিদ ও গবেষক উপস্থিত ছিলেন। ১০টি সেশনে প্রায় দেড়শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়