মনিরা আক্তার মিরা : বিশ্ব অর্থনৈতিক ফোরাম শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে তুষারধসের সর্তকতা জারি হলো সুইজারল্যান্ডের দ্যাভোস শহর।
এক বার্তায় তুষারধস গবেষণা প্রতিষ্ঠান এসএলএফ জানায়, দ্যাভোস পাহাড়ি অঞ্চল লেভেল ৫ বিপৎসীমার মধ্যে রয়েছে। বিপুল পরিমাণ তুষারপাতের জন্যই তুষারধস হয়ে থাকে। প্রচুর সংখ্যক প্রাকৃতিক তুষারধসের আশংকা করছে গবেষণা প্রতিষ্ঠানটি। তুষারধসটি দীর্ঘমেয়াদি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে রাস্তা-ঘাটেরও ব্যাপক ক্ষতি হতে পারে। ঝুঁকির মুখে থাকায় শহর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে বাসকরা জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের তুষারধস এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডকৃত। এছাড়া, গত সপ্তাহের মঙ্গলবার দেশটিতে শেষবারের মত সূর্য দেখা গিয়েছিলো। শহরের মুখপাত্র জানায় খারাপ আবহাওয়ার কারনে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের জেরমেটের সড়ক ও রেলপথে বন্ধ রয়েছে। রয়টার্স