বিনোদন প্রতিবেদক : শাকিব খান বলে কথা। তাই তো তিনি যাই করেন, সেটাই যেন খবরের শিরোনামে আসে। সম্প্রতি তার দেশে ফেরা নিয়েও হচ্ছে নানান খবর। কেউ বলছেন শাকিব খান চুপি চুপি ঢাকায় এসেছেন। শাকিব খান কবে দেশে ফিরেছেন- এ নিয়েও চলছে নানান কানাঘুষা।
আবার কেউ বলছেন বিশেষ মহলের চাপে বাধ্য হয়েছেন দেশে ফিরেছেন শাকিব। তবে এসব প্রশ্নে অনেকটা উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন করলেন শাকিব খান। বললেন, বিশেষ মহলটা কে? আমি জানতে চাই। আমি কী চোর নাকি শীর্ষ সন্ত্রাসী? আমি কী দেশের বাইরে পালিয়ে আছি যে, বিশেষ মহলের চাপে দেশে ফিরতে হবে?
শাকিব খান বলেন, আমি আমার সন্তান জয়কে দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। মূলত তাকে দেখতেই আমি অল্প সময়ের জন্য ঢাকায় এসেছি। আজ রাতে আবার অস্ট্রেলিয়ায় যাচ্ছি। আমি এসব ভিত্তিহীন খবরের ধার ধারি না।’