শিরোনাম
◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের ◈ সিআরআইয়ের মাধ্যমে ‘মুজিব ভাই’ সিনেমায় ব্যয় করা হয়েছে ৪২১১ কোটি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সহজে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না’

বায়েজিদ হাসান : রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সন্দেহ প্রকাশ বহু আগে থেকেই করা হয়েছিল। দি¦পাক্ষিক আলোচনায় মিয়ানমার সমস্যা সমাধান করতে চাইবে না। কাজেই এমনটা যে হবে, এটা অনেকেই আশঙ্কা করেছেন। জাতিসংঘকে আগে থেকে যোগ করা হয়নি, এখন যোগ করছে। বাংলাদেশের জন্য দি¦পাক্ষিক সমাধান হলে ভালো কিন্তু মিয়ানমার কী মানবে? এখন জাতিসংঘ কী কাজ করবে, এগুলো তো আমরা জানি না। কাজেই রোহিঙ্গাদের নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের অর্থনীতির সাথে আলাপকালে নিরাপত্তা বিশ্লেষক বি. জে. (অব:) শাখাওয়াত হোসেন এই সব কথা বলেন।

তিনি আরও বলেন, সহজেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, এটা সবাই জানে। আবার রোহিঙ্গারা বলছে নিরাপত্তা এবং নিজ জমিতে ফেরার নিশ্চয়তা নিয়ে আট দফা দাবি না মানলে তারা যাবে না। এটা হবে এমন কেউ চিন্তা করে বলে তো আমার মনে হয় না। এখন সবার একই ধরনের কথা। তাদের ফিরত নিয়ে কোথায় রাখবে, কি করবে? মিয়ানমারের কথার তো কোনো ঠিক নেই।

তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। প্রথম তারিখেই ব্যর্থ হওয়ায় দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শেষ হওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। তবে মিয়ানমার এগুলো করে সময় অতিবাহিত করলো আরকি। ইন্টারন্যাশনাল ভাবে যে একটা চাপ ছিল, তাও কমের দিকে চলে গেল। এর মধ্যেই বিশ্বে আরও কত সমস্যার সৃষ্টি হয়ে গেল। সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়