শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সহজে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না’

বায়েজিদ হাসান : রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সন্দেহ প্রকাশ বহু আগে থেকেই করা হয়েছিল। দি¦পাক্ষিক আলোচনায় মিয়ানমার সমস্যা সমাধান করতে চাইবে না। কাজেই এমনটা যে হবে, এটা অনেকেই আশঙ্কা করেছেন। জাতিসংঘকে আগে থেকে যোগ করা হয়নি, এখন যোগ করছে। বাংলাদেশের জন্য দি¦পাক্ষিক সমাধান হলে ভালো কিন্তু মিয়ানমার কী মানবে? এখন জাতিসংঘ কী কাজ করবে, এগুলো তো আমরা জানি না। কাজেই রোহিঙ্গাদের নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের অর্থনীতির সাথে আলাপকালে নিরাপত্তা বিশ্লেষক বি. জে. (অব:) শাখাওয়াত হোসেন এই সব কথা বলেন।

তিনি আরও বলেন, সহজেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, এটা সবাই জানে। আবার রোহিঙ্গারা বলছে নিরাপত্তা এবং নিজ জমিতে ফেরার নিশ্চয়তা নিয়ে আট দফা দাবি না মানলে তারা যাবে না। এটা হবে এমন কেউ চিন্তা করে বলে তো আমার মনে হয় না। এখন সবার একই ধরনের কথা। তাদের ফিরত নিয়ে কোথায় রাখবে, কি করবে? মিয়ানমারের কথার তো কোনো ঠিক নেই।

তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। প্রথম তারিখেই ব্যর্থ হওয়ায় দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শেষ হওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। তবে মিয়ানমার এগুলো করে সময় অতিবাহিত করলো আরকি। ইন্টারন্যাশনাল ভাবে যে একটা চাপ ছিল, তাও কমের দিকে চলে গেল। এর মধ্যেই বিশ্বে আরও কত সমস্যার সৃষ্টি হয়ে গেল। সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়