নুরুল আমিন হাসান : রাজধানীতে ২৪ ঘন্টায় মাদকসহ ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মহানগরীর বিভিন্ন এলাকা থেকে রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৭৪৮ গ্রাম ৬০৭ পুরিয়া হিরোইন, ১ হাজার ৭৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫৩০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৪৯০ পিস ইনজেকশন উদ্ধার জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আমাদের সময় ডটকমকে জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে সম্পৃক্ত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে।