শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে পাউবোর চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: দুই লাখ টাকা ঘুষ না দেয়ায় পুলিশ দিয়ে হয়রানীর অভিযোগে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সোমবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া ঘুষ চাওয়ার ঘটনায় মধ্যস্থকারী আগৈলঝাড়ার এক ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে।

বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের বাসিন্দা ওবায়েদুল হক খান। আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইরফান, গৌরনদী সার্কেলের সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী করিম আলী, সার্ভেয়ার ফরিদ উদ্দিন, মধ্যস্থকারী আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের হাবিব তালুকদার।

বাদি পক্ষের আইনজীবী ও জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান বাচ্চু আরজির বরাত দিয়ে জানান, বাদি ওবায়েদুল হক খানের ভাই মনির খান একই এলাকার রানা গাইন ও তার স্বজনদের কাছ থেকে ২০১৫ সালে ৫৮ শতক জমি ক্রয় করেন। কয়েকদিন পূর্বে ওই জমিতে বালু ফেলে ভরাট কাজ শুরু করেন।

ভরাটের খবর পেয়ে পাউবোর সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান গত ১৮ জানুয়ারি ভরাটকৃত জমি পানি উন্নয়ন বোর্ডের দাবি করে তাদের কাছে দুই লাখ টাকা দাবি করেন। এরপর জমির মলিক মনির খান স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়াকে নিয়ে ওই কর্মকর্তার কাছে সকল কাজগপত্র দেখাতে চাইলেও প্রকৌশলী মাহাবুবুর রহমান কোন কাগজপত্র না দেখে ইউপি সদস্যর সাথে দুর্ব্যবহার করেন।

চাহিদা অনুযায়ী টাকা না দেয়ায় অন্য আসামিদের যোগসাযশে প্রকৌশলী মাহাবুবুর রহমান গত বৃহস্পতিবার পুলিশ দিয়ে তাদের ভরাট কাজ বন্ধ করে দেয় এবং মামলার হুমকি দেয়।

আরজিতে আরও উল্লেখ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তরা শুধু তাদেরই নয়, স্থানীয় জামাল সরদার, ফজলে সরদার, মোতালেব সরদার, রতন মিয়া, ধলু খান, দেলোয়ার খান, ফারুক খান, চুন্নু মিয়া, সেকান্দার আলী, ইদ্রিস সরদার, তাজেল সরদারসহ অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে লাভবান হয়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমিতে স্থায়ী ঘর তুলে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়