শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:০৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর ও নিম্মমানের খাবার ইজতেমায়

জুয়াইরিয়া ফৌজিয়া : তুরাগ তীরে ইজতেমায় অংশ নিতে আসা দেশ-বিদেশের লাখো মুসল্লিরা অসুস্থ হয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর ও নিম্মমানের খাবার খেয়ে। পাশাপাশি রাস্তার পাশের স্থায়ী-অস্থায়ী হোটেলগুলেতেও বাড়িয়ে দিয়েছে খাবারের দাম। বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে তারা।

এছাড়া এখানকার খাবারের বেশিরভাগই ভেজাল, বাসি ও নিম্মমানের। যেগুলো খেয়ে ডায়ারিয়া, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে আগত  মুসল্লিরা।

মুসল্লিরা অভিযোগ করে বলেন, প্রশাসনের মনিটরিং না থাকায় চড়া দামে বাসি-পঁচা খাবার বিক্রি করছে অনেক অসাধু ব্যবসায়ী। এখানে এক একটা রুটি বিক্রি করছে ১৫-২০ টাকা।

ইজতেমার স্বাস্থ্যক্যাম্পের চিকিৎসক মনিরুজ্জামান খান বলেন, সেবা নিতে আসা রোগীদের বেশিরভাগই ভেজাল ও দূষিত খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছি আমরা।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ইজতেমার আশপাশের হোটেলের খাবারের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সঠিক দাম নির্ধারণ এবং স্বাস্থ্যকর খাবারের যাতে ব্যবস্থা করা হয় তারও তদারকি করা হচ্ছে।

সূত্র : ইন্ডিপেন্ডেন্টে নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়