শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:০৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর ও নিম্মমানের খাবার ইজতেমায়

জুয়াইরিয়া ফৌজিয়া : তুরাগ তীরে ইজতেমায় অংশ নিতে আসা দেশ-বিদেশের লাখো মুসল্লিরা অসুস্থ হয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর ও নিম্মমানের খাবার খেয়ে। পাশাপাশি রাস্তার পাশের স্থায়ী-অস্থায়ী হোটেলগুলেতেও বাড়িয়ে দিয়েছে খাবারের দাম। বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে তারা।

এছাড়া এখানকার খাবারের বেশিরভাগই ভেজাল, বাসি ও নিম্মমানের। যেগুলো খেয়ে ডায়ারিয়া, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে আগত  মুসল্লিরা।

মুসল্লিরা অভিযোগ করে বলেন, প্রশাসনের মনিটরিং না থাকায় চড়া দামে বাসি-পঁচা খাবার বিক্রি করছে অনেক অসাধু ব্যবসায়ী। এখানে এক একটা রুটি বিক্রি করছে ১৫-২০ টাকা।

ইজতেমার স্বাস্থ্যক্যাম্পের চিকিৎসক মনিরুজ্জামান খান বলেন, সেবা নিতে আসা রোগীদের বেশিরভাগই ভেজাল ও দূষিত খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছি আমরা।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ইজতেমার আশপাশের হোটেলের খাবারের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সঠিক দাম নির্ধারণ এবং স্বাস্থ্যকর খাবারের যাতে ব্যবস্থা করা হয় তারও তদারকি করা হচ্ছে।

সূত্র : ইন্ডিপেন্ডেন্টে নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়