শিরোনাম
◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির ◈ ওসমান হাদি ইস্যুতে 'সর্বদলীয় প্রতিবাদ সভা'য় বিএনপি ছিল না কেন ◈ গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি ◈ রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স ◈ বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা ◈ কয়লা ধুলে ময়লা যায় না, আ. লীগের ক্ষেত্রে তাই হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়ানতদন্ত শেষ – ভারতের সিরিজ হারের আসল ভিলেন টপ অর্ডারের ব্যর্থতা

স্পোর্টস ডেস্ক : ভারতের মাঠে বিরাট কোহলিদের দুর্দান্ত পারফরম্যান্সের দিনগুলো যেন এখন স্বপ্ন মনে হচ্ছে। দণি আফ্রিকায় খেলতে নেমে রীতিমতো বেকায়দায় কোহলির ভারত। বোলাররা অবশ্য প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ব্যাটসম্যানরা একদমই ব্যর্থ।

পরিসংখ্যান বলছে, টপ অর্ডার অর্থাৎ প্রথম ৬ জন ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ছবিটা রীতিমতো হতাশাজনক। ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা শুরু ভারতের। অঙ্কের বিচারে সবচেয়ে খারাপ করেছেন এবার কোহলিরাই ।

১৯৯২ সালের সফরে কোপলার ওয়েসেলসের দলের বোলিং সামলাতে নাকানি চোবানি খেয়েছিলেন আজহার-শচীনরা। সেবার প্রথম ৬ জনের গড় রান ছিল ২৪.৪২। এবার সেই গড়কেও ছাপিয়ে গিয়েছেন রোহিতরা। কোহলির ১৫৩ রানের ইনিংসটি সত্ত্বেও গড় দাঁড়িয়েছে ২০.৪৫। আর কোহলি যদি সেই দুর্দান্ত ইনিসংটি না খেলতেন, সেেেত্র গড় দাঁড়াত ১৪.০৮ রান।

ভারতীয় টপ অর্ডারের এই পারফরম্যান্স, খারাপের নিরিখে (দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজের েেত্র) সর্বকালের তালিকায় ৩ নম্বরে। অর্থাৎ ১৯৩২ সাল থেকে গত আট দশকের হিসেবে এমন খারাপ পারফরম্যান্স ভারতের টপ অর্ডারকে প্রায় করতে দেখা যায়নি বললেই চলে। কোহলিদের আগে রয়েছে মাত্র দুটি ভারতীয় টপ অর্ডার।

সিরিজ হারের ময়ানতদন্ত করতে গিয়ে এই তথ্য উঠে আসছে। নিশ্চিত ভাবেই এটা প্রমাণ করে দিচ্ছে, সিরিজ হারের আসল ভিলেন কিন্তু টপ অর্ডারের এই ব্যর্থতা। গহীন অরণ্যে সাফারি সেরে ফিরেছেন কোহলিরা। তৃতীয় টেস্টে ‘কামব্যাক’ করতে পারবেন কি না, সেই উত্তরটা আসলে রয়েছে টপ অর্ডারের কাছেই। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়