শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়ানতদন্ত শেষ – ভারতের সিরিজ হারের আসল ভিলেন টপ অর্ডারের ব্যর্থতা

স্পোর্টস ডেস্ক : ভারতের মাঠে বিরাট কোহলিদের দুর্দান্ত পারফরম্যান্সের দিনগুলো যেন এখন স্বপ্ন মনে হচ্ছে। দণি আফ্রিকায় খেলতে নেমে রীতিমতো বেকায়দায় কোহলির ভারত। বোলাররা অবশ্য প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ব্যাটসম্যানরা একদমই ব্যর্থ।

পরিসংখ্যান বলছে, টপ অর্ডার অর্থাৎ প্রথম ৬ জন ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ছবিটা রীতিমতো হতাশাজনক। ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা শুরু ভারতের। অঙ্কের বিচারে সবচেয়ে খারাপ করেছেন এবার কোহলিরাই ।

১৯৯২ সালের সফরে কোপলার ওয়েসেলসের দলের বোলিং সামলাতে নাকানি চোবানি খেয়েছিলেন আজহার-শচীনরা। সেবার প্রথম ৬ জনের গড় রান ছিল ২৪.৪২। এবার সেই গড়কেও ছাপিয়ে গিয়েছেন রোহিতরা। কোহলির ১৫৩ রানের ইনিংসটি সত্ত্বেও গড় দাঁড়িয়েছে ২০.৪৫। আর কোহলি যদি সেই দুর্দান্ত ইনিসংটি না খেলতেন, সেেেত্র গড় দাঁড়াত ১৪.০৮ রান।

ভারতীয় টপ অর্ডারের এই পারফরম্যান্স, খারাপের নিরিখে (দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজের েেত্র) সর্বকালের তালিকায় ৩ নম্বরে। অর্থাৎ ১৯৩২ সাল থেকে গত আট দশকের হিসেবে এমন খারাপ পারফরম্যান্স ভারতের টপ অর্ডারকে প্রায় করতে দেখা যায়নি বললেই চলে। কোহলিদের আগে রয়েছে মাত্র দুটি ভারতীয় টপ অর্ডার।

সিরিজ হারের ময়ানতদন্ত করতে গিয়ে এই তথ্য উঠে আসছে। নিশ্চিত ভাবেই এটা প্রমাণ করে দিচ্ছে, সিরিজ হারের আসল ভিলেন কিন্তু টপ অর্ডারের এই ব্যর্থতা। গহীন অরণ্যে সাফারি সেরে ফিরেছেন কোহলিরা। তৃতীয় টেস্টে ‘কামব্যাক’ করতে পারবেন কি না, সেই উত্তরটা আসলে রয়েছে টপ অর্ডারের কাছেই। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়