শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৫:২৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসডিজি বাস্তবায়নে সরকারের নীতিই একমাত্র প্রতিবন্ধকতা : অধ্যাপক আনু মুহাম্মদ

ইসমাম আহমেদ : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে সরকারের নীতিই একমাত্র প্রতিবন্ধকতা বলে আমি মনে করি। এছাড়া এ লক্ষ্যমাত্রা পূরণ করতে আর কোনো প্রতিবন্ধকতা নাই। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করা একেবারেই সহজ। তারা যে হিসাব দেয় এই লক্ষ্যমাত্রা অর্জন করতে অনেক টাকা লাগবে এগুলো সঠিক হিসাব নয়। এসডিজি বাস্তবায়ন করতে অনেক টাকার দরকার হয় না। বর্তমান সরকারের এমন কিছু প্রকল্প আছে যেগুলো এসডিজি বিরোধী প্রকল্প। এক্ষেত্রে টাকা খরচ না করাই ভাল। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়ন নিয়ে আলাপকালে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে সরকার এমন কিছু প্রকল্প হাতে নিয়েছে যা সরাসরি এসডিজি বিরোধী, যেমন রূপপূর প্রকল্প, রামপাল প্রকল্প, কয়লাভিত্তিক প্রকল্প। এ সকল বড় বড় প্রকল্প হাতে নিতে গিয়ে সরকারের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এর ফলে সরকারকে অনেক টাকা ঋণ করতে হচ্ছে। এসব খাতে টাকা খরচ না করলেই এসডিজি বাস্তবায়ন করা কঠিন হবে না। সরকার যদি শিক্ষা, চিকিৎসা এগুলোর ক্ষেত্রে টাকার বরাদ্দ পাওয়া নিয়ে সমস্যা হবে না। এতে করে আমাদের গ্রামীন অর্থনীতির বিকাশ ঘটবে। গ্রামের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।
সম্পাদনা : মারুফ হাসান নাসিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়