মনির খান : প্রতিটি দিন এবং প্রতিটি রাতে আমাদের দেশের মানুষের শুভ কামনা করি। আমি নিজেও শুভ কামনা আশা করি। আমাদের বর্তমান সরকার দীর্ঘ ৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে। জাতীয় নির্বাচন গণতান্ত্রিক সরকার থাকলে নিয়ম মাফিক হয়, তাহলে ২০১৮ সালে নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে হবে আশা করি। আমি একজন শিল্পি হিসাবে এবং রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আশা করব, এবার ২০১৮ সালের নির্বাচন সুন্দর অবাধ এবং সবার অংশ গ্রহণে হবে। জাতীয় নির্বাচনটি নিরপেক্ষ সরকারের অধীনে যেন হয় এবং একটি নিরপেক্ষ যেন সরকার গঠিত হয়।
বাংলাদেশ, ১৯৭১ সালে যে দেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে এবং ২ লাখ মা বোন ইজ্জত দিতে হয়েছে। এ দীর্ঘ ৯ মাস পর আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের সেই মুক্তিযোদ্ধাদের আতœার আমরা শান্তি ও মাগফিরাত কামনা করি। যে যুদ্ধ করে এরং কষ্টের বিনিময়ে আমাদের এই স্বধীনতা, সেই স্বাধীনতাকে অর্থবহ করতে স্বাধীনভাবে নিজেদের ভোট নিজেরা যেন দিতে পারি এটি আমি আশা করি। আগামি জাতীয় নির্বাচনে যেন মারামারি, হানাহানি, রাজনৈতিক রেশারেশি না হয় এবং সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন নির্বাচন হয়, আমি সেটি আশা করব। এখন আমি মনির খান, সবার হৃদয়ের মনির খান। আমি রাজনীতি করি এবং আমি একটি এলাকার সন্তান হিসাবে রাজনীতি করি। আমি যদি কোন এলাকার এমপি হই, তাহলে আমি সেই এলাকার শুধু এমপি হব।
কিন্তু আমিতো সারা দেশের এমপি হতে পারব না কিন্তু সারা দেশের মানুষের কাছে মনির খান হিসাবে সুপরিচিত হয়ে থাকব। যেহেতু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমার দল এবং আমার দলীয় সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত । তাদের সিদ্ধান্ত অনুযায়ি আমার রাজনৈতিক ভাগ্যে যেটি আসে, সেটি আমি মেনে নিব এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিকভাবে আমি কাজ করব। আমাদের বর্তমান সরকার মোট ৯টি বছর ক্ষমতায় আছে। আমাদের দেশে ১৬ কোটি মানুষ, আমরা সবাই সচেতন নাগরিক, আমাদের ভাল মন্দ আমরা সবাই বুঝি।
বাংলাদেশ স্বাধীনতার পরে, স্বাধীন মানুষ, সুষ্ঠু জীবন যাপনের ক্ষেত্রে যে জায়গাটি আশা করেছিল, সেভাবে জীবন যাপন করতে পারছে বলে আমার মনে হয় না। যেমন: শেয়ার বাজারে অনেক মানুষ আত্মহত্যা করেছে। পিলখানায় বিডিআর হত্যার কথা বলি, বাংলাদেশের অনেক বিডিআর অফিসারদের হত্যা করা হয়েছে। সীমান্ত রক্ষাকারীদের মধ্যে অনেককে প্রাণ দিতে হয়েছে। অনেক সেনাবাহিনীর অফিসারদের জীবন দিতে হয়েছে। এমন অসংখ্য বিষয় আছে যার কারণে মানুষের মনে কষ্টের ছাপ লেগে আছে। আমি মনে করি, আমাদের সরকার দীর্ঘ ৯ বছরে আমাদের দেশের উন্নতি করতে পারিনি বরং মানুষদের জীবন দিতে হয়েছে।
পরিচিতি: সংগীত শিল্পী
মতামত গ্রহণ: রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ