শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়ক অনন্ত জলিল ট্রাব সম্মাননা অ্যাওয়ার্ড-২০১৭ পাচ্ছেন

আবু সুফিয়ান রতন: জনপ্রিয় চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল ট্রাব সম্মাননা অ্যাওয়ার্ড- ২০১৭ এ ভূষিত হচ্ছেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর কেন্দ্রীয় কমিটি ও ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭ উদযাপন কমিটির সভায় চিত্রনায়ক অনন্ত জলিলকে ট্রাব বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার বিকাল ৪টায় কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭ প্রদান অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

চিত্রনায়ক অনন্ত জলিল খোঁজ দ্যা সার্চ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষিক্ত হন। তাঁর প্রযোজনায় খোঁজ দ্যা সার্চ বাংলাদেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রের আকাশচুম্বী সাফল্যের পর তার প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়। যাতে তিনি নায়কের ভূমিকায় অসাধারণ অভিনয় করেন। পেশাগত জীবনে তিনি এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশের পোশাক শিল্পে অসামান্য অবদান রেখে চলেছেন। পাশাপাশি মানুষের কল্যাণে সর্বদা অবদান রেখে চলেছেন। বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র উপহার দেয়া এবং চলচ্চিত্র অভিনয়ে নতুন ধারা সৃষ্টির ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য অনন্ত জলিলকে ২০১১ সালে নন্দন পার্কে অনুষ্ঠিত ট্রাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ‘ট্রাব অ্যাওয়ার্ড- ২০১০’ এ ভূষিত করা হয়। নন্দন পার্কে অনুষ্ঠিত বর্ণাঢ্য ট্রাব অ্যাওয়ার্ড- ২০১০ প্রদান অনুষ্ঠানে অনন্ত জলিল চিত্রনায়িকা বর্ষাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে নন্দন পার্কে উপস্থিত হন। খোঁজ দ্যা সার্চ এর ধারাবাহিকতায় তার অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্রগুলো দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৮ অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র মাননীয় মন্ত্রী মহোদয়গণ, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, ক্রীড়া ও শিল্প-বাণিজ্যের তারকা ব্যক্তিত্বগণের উপস্থিতিতে অনন্ত জলিলকে ট্রাব সম্মাননা অ্যাওয়ার্ড- ২০১৭ এ ভূষিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়