শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরিতে ম্যাথুজ – বাংলাদেশের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়

স্পাের্টস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ফিটনেস নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার আবারও ইনজুরি দেখা দেওয়ায় শুক্রবারের ম্যাচে ম্যাথুজের খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

বুধবার জিম্বাবুয়ের কাছে পরাজিত হওয়া ম্যাচে খেললেও শুক্রবার স্বাগতিক দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের ব্যাটিং কোচ থিলান সামরাবীরা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে ম্যাথুজের হ্যামস্ট্রিংয়ে ব্যাথা আছে। আমরা তার অবস্থা সম্পর্কে নিশ্চিত নই। বিশেষজ্ঞের মতামতের অপেক্ষা করছি।’

ম্যাথুজ খেলতে না পারলে মিডল অর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল দলের নেতৃত্ব দেবন বলে ধারণা করা হচ্ছে।

চলতি সিরিজের আগে লংকান সীমিত ওভারের দলে অধিনায়ক হিসেবে পুনরায় ফেরা ম্যাথুজ জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে ৪২ রান করেন।

গত ছয় মাসে আফ্রিকার দেশটির কাছে এটা ছিল শ্রীলঙ্কার চতুর্থ পরাজয়। ২০১৭ সালে ২৯টি ওয়ানডে ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে লংকানরা।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সাবেক বস হাথুরুসিংহকে কোচ হিসেবে নিয়োগ দেয় শ্রীলঙ্কা। তবে হাথুরুর প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হার মানতে হয়েছে লঙ্কানদের।

সামারাবীরা বলেন, ‘গত বছরটি আমাদের খারাপ কেটেছে। তবে চন্ডিকার অধীনে আমরা ভিন্ন ধর্মী একটি দলে পরিণত হওয়ার চেষ্টা করছি। এ বছর অবস্থার পরিবর্তন হবে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়