মুফতি আবদুল্লাহ তামিম: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের জন্য কূটনৈতিকভাবে পথ উন্মুক্ত করতে ও ইরানের প্রভাব কমাতে বুধবার সিরিয়ায় সামরিক সরব উপস্থিতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আসাদকে ক্ষমতা থেকে সরাতে ক‚টনৈতিকভাবে চেষ্টা করার সাথে সাথে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরান প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিয়ে আসছে বলে তাদের ক্ষমতার দিকে লক্ষ্য করে তাড়াহুড়া ঠিক হবে না বলে মনে দেশটি। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ধৈর্যের আহ্বান জানিয়ে বলে, রাশিয়া ও ইরানের সহযোগিতায় সিরিয়াতে আসাদের শক্তিশালী অবস্থান বোঝা যায়, তাই আসাদ অবিলম্বে ক্ষমতা ছাড়বেন না বলেও মনে করেন তিনি।
সিরিয়ায় ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল ঘোষণা করা হবে অচিরেই, ঘোষণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য অভিযানের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিবে। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী কয়েকবছর ধরে সিরিয়ায় অভিযান পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র কৌশলগত কারণে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিচ্ছে বলে যুক্ত করে টিলারসন। তবে যে করে হোক যুক্তরাষ্ট্র সিরিয়ায় সরব উপস্থিতি বজায় রাখবে। আল-আরাবিয়া