শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানপন্থীদের পরাজিত করব একাত্তরের মতোই : ইনু1

ডেস্ক রিপোর্ট :  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি ও রাজাকারদের পরাজিত করা অসম্ভব মনে হলেও দেশের জন্য আমরা তা সম্ভব করেছি। এখনও দেশের জন্যই গণতন্ত্রের শত্রু, রাজাকারবন্ধু ও পাকিস্তানপন্থী খালেদা জিয়াকে রাজনীতি ও ক্ষমতার বাইরেই রাখতে হবে এবং যথাসময়েই নির্বাচন করতে হবে।

বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্যকেন্দ্র মিলনায়তনে থ্রি হুইলার লিমিটেড এবং মেইন স্কয়ার কর্পোরেশনের যৌথ প্রযোজনা নির্মিতব্য ‘ডু অর ডাই’ চলচ্চিত্রের ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধভিত্তিক ‘ডু অর ডাই’ সিনেমার জন্য নির্মাতা ও শিল্পী-কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একাত্তরে যেমন হানাদার পাকিস্তানিদের সঙ্গে সমঝোতার সুযোগ ছিল না এখনও রাজাকারবন্ধু ও জঙ্গিসঙ্গী খালেদা জিয়া ও বিএনপির সঙ্গে মিটমাটের কোনো সুযোগ নেই।’

‘সংলাপ বা সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে প্রকৃতপক্ষে মুখোশের আড়ালে খালেদা জিয়া নির্বাচন বানচালের চক্রান্তের জালই বুনে চলেছেন, এতকিছুর পরও তিনি রাজাকার ও জঙ্গিদের সঙ্গ ছাড়েননি’,- বলেন হাসানুল হক ইনু।

জাসদ সভাপতি ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একাত্তরে দেশের শত্রুদের পরাজিত করেছি আর এখন শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের শত্রুদের পরাজিত করব। এজন্য প্রয়োজন একাত্তরের মতোই অদ্যম সাহস আর মহাজোটের মহাঐক্য।’

মেইন স্কয়ার কর্পোরেশনের চেয়ারম্যান সোহেল খান দীপনের সভাপতিত্বে স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, বীরউত্তম, ক্যাপ্টেন (অব.) আকরাম, ক্যাপ্টেন বদরুল আলম, ক্যাপ্টেন (অব.) শাহাবুদ্দিন আহমদ-বীরউত্তম, ক্যাপ্টেন (অব.) নূরুল হক রুস্তম -বীরপ্রতীক) ও থ্রি হুইলার লিমিটেডের ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে দেশের বিমান বাহিনীর অসীম সাহসী ভূমিকাভিত্তিক এ সিনেমাটির সাফল্য কামনা করেন। ‘ডু অর ডাই’ সিনেমাটির পরিচালক দীপংক দীপনের আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি পরিচালনা করেছেন।

উৎসঃ জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়