শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ থেকে বিদায় নিলো শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বুধবার মাউন্ট মানগানুইয়ে আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ‘এ’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ২৮২ রানের জবাবে ২০৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইমানুয়েল স্টুয়ার্ট। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয় দক্ষিণ আফ্রিকার। তবে দলীয় ৫৬ রানের মাথায় জারিউন হয়টির বলে ‘কট অ্যান্ড বোল্ড’ হয়ে ব্যক্তিগত ১৮ রানে ওপেনার ম্যাথিউ ব্রিটজেক ফিরে গেলে কিছুটা বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা।

দলীয় ৭৭ রানের মাথায় ওপেনার জিভেশান পিল্লাই বিতর্কিত ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ পদ্ধতিতে আউটের শিকার হন। এসময় দলের হাল ধরেন ৫ নম্বরে ব্যাট করতে নামা ওয়ান্ডিল ম্যাকিউটু। ডান হাতি এ ব্যাটসম্যান ৯৯ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। তার ১২টি চার ও ১টি ছয়ে সাজানো ইনিংসটিতে রয়েছে ১ রানের আক্ষেপ। ম্যাকিউটুর নেতৃত্বে টেল এন্ডারদের ব্যাটের ওপর ভর দিয়ে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ভালো ছিলো উইন্ডিজের। তবে দলীয় ৩৮ রানে ওপেনার কেগান সিমনসের (২০) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ক্রিস্টান কালিচরনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন অ্যালিক অ্যাথেনাজে। দু’জনের পার্টনারশিপে ৯০ রান তোলার পর ব্যক্তিগত ৪৪ রানে আউট হয়ে যান কালিচরন। এরপর একাই লড়াই করে ব্যক্তিগত ৭৬ রানে নবম ব্যাটসম্যান হিসাবে অ্যাথেনাজে আউট হন। এরপর মাত্র ১ রান যোগ করে ৪৫.৩ ওভারে ২০৬ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩ রানে ৪ উইকেট নেন হেরমান রলফেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়