শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনায় নাশকতা মামলায় মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।মাসুদ পারভেজ বাবু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি টুটপাড়া এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, বাবু বাসা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এসআই আলতাফ হোসেন ও এএসআই সুফিয়ান তাকে গ্রেফতার করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিএনপি নেতা বাবুর বিরুদ্ধে নাশকতার ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। যে কারণে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা: উমর ফারুক রকি