সাইদুর রহমান : অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনা নিখোঁজের কথা প্রথমবারের মত স্বীকার করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আফ্যেকডোর লিবারমেন। তিনি বলেন, নিখোঁজ ইসরায়েলি সেনারা জীবিত না মৃত তা তিনি জানেন না।
ইসরায়েলের ‘সেকেন্ড চ্যানেলের’ সাথে আলাপকালে লিবারমেন বলেন, গাজায় মানবিক পরিস্থিতি উত্তরণের কোন সম্ভবনা নেই যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সেনাদের বিষয়ে কোন চুক্তি না হবে।
লিবারমেনের এই বিবৃতিই ইসরায়েলের পক্ষ থেকে প্রথম স্বীকারক্তি নিখোঁজ সেনাদের পরিণতির বিষয়ে। যদিও ইসরায়েল নিখোঁজ সেনাদের মৃতসেনাদের মধ্যে গণ্য করেছে।
অন্যদিকে গাজার ইসলামি প্রতিরোধ সংস্থার (হামাস) সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, শেষ পর্যন্ত ইসরায়েল প্রকৃত অবস্থা স্বীকার করলো, ইতিপূর্বে তারা মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল।
এরআগে কাসাম ব্রিগেড কয়েকটি ভিডিও বার্তা প্রকাশ করে। ভিডিওতে নিখোঁজ সেনাদের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ