জাফর আহমদ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশে চায়না হারবার কোম্পানিকে কালো তালিকা ভুক্ত করা হবে। বাংলাদেশে তাদের নতুন করে আর কোন কাজ দেওয়া হবে না। পুরাতন যে সব কাজ করছে সেগুলোও নিয়েও চিন্তা-ভাবনা করা হবে। সচিববে ঘুষ প্রস্তাব করার কারণে তাকে তালিকাভুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে বিশ্বব্যাংকের দক্ষিন এশিয়া বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এ্যানেট ডিকশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চায়না হারবার কোম্পানিটি যোগাযোগ সেক্রেটারিকে ৫০ লাখ টাকা ঘুষ অফার করেছিল। তিনি তা নেননি, আমাদের জানিয়েছে। আমরা অবশ্যই কোম্পানিটিকে ব্লাক লিস্টেড করবো। নর্মাল নিয়ম হচ্ছে কোন কোম্পানি ব্লাক লিস্টেড হলে তাকে কাজ করতে দেওয়া হয় না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোম্পানিটি যে কাজ করেছিল তার টাকা তারা নিয়ে গেছে। সম্ভাবত: তারা খুশি রাখার জন্য এ টাকা দিতে চেয়েছিল। তারা চুরি করার জন্য এ টাকা ঘুষ দিতে চেয়েছিল। তিনি যোগাযোগ সচিবের প্রসংসা করেন মন্ত্রী।