শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই বিটিভিতে কাব্য বিলাসের নাটক ‘একজন জাদুকর’

মতিনুজ্জামান মিটু: কিছুতেই পড়াশোনায় মন বসেনা বলুর। প্রতিবার পরীক্ষায় খারাপ করে সে। একপর্যায় বাড়ি থেকে পালিয়ে যায় বলু। পথে অনেকের সঙ্গেই দেখা হয় তার। পরিশেষে একজন জাদুকরের সঙ্গে আলাপ হয় তার। জাদুকর জাদু দিয়ে বলুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে নতুন করে ফিরে আসে সে। এবার পড়াশোনা তার কাছে হয়ে যায় সহজ বিষয়। পরিক্ষাতে সবার চেয়ে ভাল রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয়। বন্ধুরা জানতে চায় এই পরিবর্তনের রহস্য। বলু বন্ধুদের নিয়ে যায় জাদুকরের কাছে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। পরিশেষে বলু আবিষ্কার করে জাদুকর তার মনের মধ্যেই রয়েছে। সে বুঝতে পারে প্রতিটি শিশুর মনের মধ্যেই রয়েছে একজন জাদুকর। নিজের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারলে প্রতিটি শিশুই পৌছে যেতে পারে সাফল্যের চূড়ায়।

শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর এমন গল্পই উঠে এসেছে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস এর এবারের নাটকে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় একজন জাদুকর নাটকের চিত্রায়ন খুব শিগ্রই হবে বাংলাদেশ টেলিভিশনে।

এ নাটকের অভিনেতা নোঈম জানান, প্রতিবারের মত ভিন্নধারার গল্প নিয়ে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ৬৫ টি তম প্রযোজনা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। একজন জাদুকর নাটকের অভিনয় শিল্পীরা বিগত দুইমাস যাবত রাজধানীর কাওলার নিজস্ব মহড়া কক্ষে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। আগামী জাতীয় শিশু-কিশোর নাট্য উৎসবে একজন জাদুকর নাটকের মঞ্চায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, সাবিব, রায়হান, মামুন, রাকিব, নোঈম, সজীব, ফারহান, নিশি, সুমাইয়া, অন্তর, আমির হোসেন, রিফাত, আনান বাউল সহ আরো অনেকে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবত নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়