শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে পৌঁছেছেন প্রণব মুখার্জি, বরণ করতে প্রস্তুত চবি

সজিব খান: চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বেলা সাড়ে ১২টায় প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। সেখানে ডি-লিট গ্রহণ শেষে দুপুরের আহার গ্রহণ করবেন। দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি।

এদিকে প্রণব মুখার্জিকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভি ক্যামেরা আওতায় আনার পাশাপাশি সৌন্দর্যবর্ধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট থেকে শুরু করে জিরো পয়েন্ট, কাটা পাহাড় রাস্তার আশপাশে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বসানো হয়েছে পানির ফোয়ারা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাঁর নিরাপত্তায় ভিভিআইপি প্রটোকল দেয়া হচ্ছে।’

বিকেল ৩টার মধ্যে প্রণব মুখার্জি রাউজান পৌরসভা এলাকায় পৌঁছবেন। সেখানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্যসেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধ জানাবেন এবং মন্তব্য বইয়ে অনুভূতি লিখবেন।এরপর প্রণব মুখার্জি যাবেন রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের জন্মভিটায়। সেখান থেকে সরাসরি নগরীতে ফিরে রাত ৮টায় রেডিসন ব্লু হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন। ভারতীয় সহকারী হাই কমিশন এই সুধী সমাবেশের আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়