কামরুল আহসান : মেরিল্যান্ডের ডেমোক্রেটদের পক্ষ হয়ে সিনেট-প্রার্থী হিসেবে দাঁড়াতে চান উইকিলিকসের কাছে মার্কিন সামরিক বাহিনীর তথ্য সরবরাহকারী আলোচিত সাবেক গোয়েন্দ বিশ্লেষক চেলসি ম্যানিং। তবে ৩০ বছর বয়সী চেলসিকে তার আগে মনোনয়ন পেতে হলে লড়তে হবে ডেমোক্রেট পার্টির ৭৪ বছর বয়সী সিনেটর বেন কার্ডিনের বিরুদ্ধে।
২০১০ সালে চেলসি উইকিলকসের কাছে ৭ লাখের ওপর মার্কিন গোপন কূটনৈতিক ও সামরিক তথ্য পাচার করেন। পরে উইকিলিসক তা ফাঁস করে দেয়। সেই অভিযোগে চেলসিকে ইরাক থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে তার ৩৫ বছর কারাদ- দেয়া হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সাজা কমিয়ে আনেন। সাধারণ জনগণও চেলসির মুক্তির দাবিতে রাস্তায় নামে। ২০১৭ সালের মে মাসে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে চেলসি ম্যানিং মেরিল্যান্ডে বাস করছেন। তখন তিনি নিজের নাম ব্রাডলি ম্যানিং বদলে চেলসি ম্যানিং রাখেন এবং ঘোষণা করেন তিনি এখন থেকে নারী হিসেবেই নিজেকে পরিচয় দিবেন। কারণ তিনি একজন লিঙ্গ-অনির্ধারিত’ ব্যক্তি। পুরুষদের জন্য নির্ধারিত একটি সামরিক কারাগারে থাকা অবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও খবর আসে। মুক্তি পাওয়ার পর চেলসি ট্রান্সজেন্ডারদের অধিকার আদায় এবং মত প্রকাশের স্বাধীনতার ও সরকারি নীতিনির্ধারণ আরো স্বচ্ছতার দাবিতে সামজিক প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন।
তার সাজাকে বারাক ওবামা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিলেন তিনি হচ্ছেন ‘অকৃতজ্ঞত বিশ্বাসঘাতক’। তাকে কখনোই জেলখানা থেকে মুক্তি দেয়া উচিত না। অনেক কূটনীতিক ও সামরিক বাহিনীর অভিযোগ, চেলসি অনেকের জীবন বিপণœ করেছেন। চেলসি জানিয়েছিলেন, পররাষ্ট্র নীতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিতর্ক উসকে দিতেই তিনি তথ্যগুলো প্রকাশ করতে চেয়েছিলেন।
এখন চেলসি ম্যানি মেরিল্যান্ডে সিনেটর হিসেবে নিজেকে দেখতে চান। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী ছয়মাস আমি এই লক্ষ্যে কাজ করবো। বিবিসি