মরিয়ম চম্পা : ব্রিটিশ রাজ পরিবারকে কলঙ্কিত ও কৃষ্ণাঙ্গ রাজার জন্ম দেবেন মেগান মার্কেল বলেছেন ইউকেআইপি নেতা হেনরি বল্টনের মডেল বান্ধবী জো মারনে। জো জমকালো এক নাইট পার্টিতে বলেন, প্রিন্স হ্যারির হবু স্ত্রী মেগান শুধুমাত্র রাজপরিবারকে দুষিতই করবেনা, ভবিষ্যতে একজন কালো রাজার জন্ম দিয়ে শ্বেতাঙ্গ পরিবারকে কৃষ্ণাঙ্গে রুপান্তর করবে।
এই ঘোষণার পরপরই ইউকেআইপি পার্টির নেত্রী জো মারনোকে তাৎক্ষণিক দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বান্ধবীর এমন মন্তব্যে বিপদ যেন পিছু ছাড়ছে না ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা বল্টোনের। গতকাল শনিবার রাতে আফ্রো আমেরিকান বংশদ্ভূত মেগানের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালচিত হয়েছেন জো।
২৫ বছর বয়সী বান্ধবী মারনের কেলেঙ্কারির জের ধরে ৫৪ বছর বয়সী বল্টোনের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পরপরই তাকে দল থেকেও পদত্যাগ করতে বলা হয়।
গতকাল রোববার ডেইলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ অভিনেত্রী মারনে কটাক্ষ করে বলেছেন, তিনি কখনোই কোন নিগ্রোর সাথে দৈহিক মিলনে লিপ্ত হবেন না। কারণ তারা দেখতে খুবই কুশ্রি ও রুচিহীন।
হেনরির বান্ধবীর বিতর্কিত এই মন্তব্যর পরপরই তাকে ইউকেআইপি পার্টির প্রধানের পক্ষ থেকে সতর্ক বার্তা প্রদান করা হয়। তবে হেনরি বল্টোনের বান্ধবীর বর্ণবাদী মন্তব্য ও তাদের সম্পর্কের বিষয়ে ইউকেআইপ পার্টি চুড়ান্তভাবে কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার বিষয়। ডেইলি মেইল