শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের হাইফার নামে পাল্টে গেল ভারতের তিন মূর্তি চকের নাম

আবু সাইদ: পাল্টে গেল দিল্লির বিখ্যাত তিন মূর্তি চকের নাম। নতুন নাম হল ইসরায়েলের শহর হাইফার নামে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর উপলক্ষ্যে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল বা এনডিএমসি এই প্রস্তাব পাশ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথভাবে এই তিন মূর্তি চকের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তিন মূর্তি চকের এখন থেকে নাম হবে তিন মূর্তি হাইফা চক। হাইফার যুদ্ধের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ভারত-ইজরায়েলের বন্ধুত্ব প্রতীক হিসেবে এই নামবদল।

তিন মূর্তি রোড ও চকের নাম বদলের প্রস্তাব শেষ কয়েক বছর ধরে বেশ কিছু সংগঠন করে এসেছে, আরএসএসও তাদের অন্যতম। ১৯১৮-র হাইফার যুদ্ধে ভারতীয় সেনার তিনটি রেজিমেন্টের অবদান মাথায় রেখে কেন্দ্রের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে দাবি করে আরএসএস। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকও বলে, তিন মূর্তি চককে ঘিরে মানুষের মধ্যে ভুল ধারণা গড়ে উঠেছে যে এর সঙ্গে মোহনদাস করম চাঁদ গান্ধীর সম্পর্ক রয়েছে। হাইফার যুদ্ধে যোগ দেওয়া তিনটি ক্যাভালরি রেজিমেন্টের নামে তিন মূর্তি চকের নাম, অথচ সকলে ভাবেন, এই চকের নাম তিন বানরের নামে। এই ভুল ধারণা পাল্টানো উচিত।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি অটোমান দখলদারি থেকে ইজরায়েলের এই শহরকে মুক্ত করে ভারতীয় সেনা। যুদ্ধে যোগ দেওয়া ১৫ ইম্পিরিয়াল সার্ভিস ক্যাভালরি ব্রিগেডের বহু ভারতীয় সৈন্য এই যুদ্ধে প্রাণ হারান, ৯০০ জনের কাছাকাছি সেনাকে ইজরায়েলেই সমাধিস্থ করা হয়।

প্রতি বছর ২৩ সেপ্টেম্বর হাইফা দিবস পালন করে ভারত ও ইসরায়েল। ৪০০ বছরের তুর্কি আগ্রাসন থেকে হাইফাকে মুক্ত করতে । সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়