শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:১১ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বিরক্তিকর খেলার তালিকায় ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এটাতে সন্দেহ নেই। খেলার জগতে ক্রিকেট আসে অনেক পরে। আবার সারা পৃথিবীতে ক্রিকেট খেলাটা চলে না। ১৬ শতকে ইংল্যান্ডে খেলাটির উদ্ভব বলে ধারণা করা হয়। ১৮ শতকে ক্রিকেটকে ইংল্যান্ডের জাতীয় খেলার মর্যাদা দেয়া হয়। এ সময়ই বিশ্বের বিভিন্ন স্থানে খেলাটি ছড়িয়ে পড়তে শুরু করে।

বর্তমানে ক্রিকেটকে বিশ্বে আরো জনপ্রিয় করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নানাভাবে কাজ করে যাচ্ছে। অথচ, নিজের জন্মভূমি ইংল্যান্ডেই মনে হয় জনপ্রিয়তা হারাতে বসেছে ‘ভদ্রলোকের খেলা’ নামে খ্যাত ক্রিকেট! সম্প্রতি প্রকাশিত একটি জরিপে জানা গেছে, ইংল্যান্ডের তৃতীয় বিরক্তিকর খেলা হচ্ছে ক্রিকেট।

‘ইউগভ পুল’ নামের একটি সংগঠন দেশটির ১৬১৬ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সেই জরিপের ফলাফল প্রকাশ করে দি টাইমস। জরিপ প্রতিবেদনে দেখা যায়, ক্রিকেট জন্ম নেয়া দেশের ৫৮ ভাগ মানুষের কাছেই ক্রিকেট খেলাটা খুবই বিরক্তিকর। অথচ, ক্রিকেটকে ইংল্যান্ডের দুই জাতীয় খেলার একটি। জনপ্রিয়তাও নেহাত কম না। সদ্য সমাপ্ত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ তে হারের পর এই জরিপের খবর নিশ্চয়ই বড় একটা ধাক্কা জো রুটদের জন্য।

এদিকে জরিপের ফলাফল অনুযায়ী গলফ হচ্ছে দেশটির এক নাম্বার 'বিরক্তিকর' খেলা। জরিপে ৭০ ভাগ মানুষ মনে করে, গলফ খুব বোরিং খেলা। ৫২ ভাগের কাছে তো খেলাটি ‘খুবই বিরক্তিকর’। দ্বিতীয় বিরক্তিকর খেলা হচ্ছে আমেরিকান ফুটবল ‘ন্যাশনাল ফুটবল লিগ’। জরিপে অংশগ্রহণকারী ৫৮ ভাগ মানুষের কাছে খেলাটি বিরক্তিকর।

তবে জরিপে সবচেয়ে কম বিরক্তিকর খেলা হিসাবে উঠে এসেছে অ্যাথলেটিক্স। ২৮ ভাগ অংশগ্রহণকারীর কাছে খেলাটি বিরক্তিকর। তবে, ৪৭ ভাগ মানুষ বলেছেন অ্যাথলেটিক্স খুবই উত্তেজনাপূর্ণ। ১৭টি খেলার ওপর এ জরিপ চালায় ‘ইউগভ পুল’। এর মধ্যে মাত্র ৫টি খেলা ‘উত্তেজনাপূর্ণ’ বলে জরিপে উঠে এসেছে। দিটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়