মরিয়ম চম্পা : গোপন তথ্য ফাঁসের ঘটনায় মিস আমেরিকার প্রেসিডেন্ট, নির্বাহী পরিচালক ও চেযারউইম্যান সহ তিন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। প্রতিযোগীতায় অংশগ্রহণ করা বিজয়ীদের ইমেইল, তাদের ব্যক্তিগত ছবি এবং যৌন জীবনের গোপন তথ্য ফাঁসের ঘটনায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
শনিবার মিস আমেরিকার প্রেসিডেন্ট জোশ রান্ডেল, প্রধান নির্বাহী স্যাম হ্যাসকেল এবং চেয়ার উইম্যান ও সাবেক মিস নিউজার্সি লিন উইডনার একসঙ্গে পদত্যাগ পত্র জমা দেন।
এ বিষয়ে রান্ডেল তার মন্তব্যে ইমেলের তথ্য ফাঁসের বিষয়ে বলেন, ‘আমি ২০১৫ সালে মিস আমেরিকা প্রতিষ্ঠানে কাজ শুরু করি। ২০১৩ সালের বিজয়ী ম্যালোরি হাগেনের শারীরিক আবেদনের বিষয়ে এমন কোন মন্তব্য করিনি যা বিতর্কের সৃষ্টি করতে পারে। এটা সম্পূর্ণ ভুল ধারণা।’
এক বিবৃতিতে র্যান্ডেল আরও বলেন, ‘ম্যালরির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আশা করি, সে আমার ভুল ভ্রান্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার শাস্তি নিষ্পত্তির বিষয়টি বিবেচনা করবে। আমার এই কর্মকান্ড প্রিয় প্রতিষ্ঠান মিস আমেরিকা সংস্থার উন্নয়নে কোন বাধার সৃষ্টি করবে না। শুরু থেকেই প্রতিষ্টানের উন্নয়নে কাজ করেছি। আমি জানি সাম্প্রতিক সময়ের এই ভয়াবহ কর্মকান্ডটি আমার দ্বারা পরিচালিত হয় নি। তাই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে আমি আর দায়িত্ব পালন করতে চাই না।’ দ্য গার্ডিয়ান