শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৩ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে বিশুদ্ধ পানির সংকটে ১৬০ কোটি মানুষ: জাতিসংঘ

জান্নাতুল ফেরদৌসী: বিশ্বে বিশুদ্ধ পানির সংকটে অন্তত ১৬০ কোটি মানুষ। বিশ্বের ৫ জন শিশুর মধ্যে ১ জন বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। ২০২৫ সালে বিশ্বের অন্তত ৪৬টি দেশ বিশুদ্ধ পানির সংকটে পড়বে বলছে জাতিসংঘ।

ইউনিসেফ সতর্ক করে বলেছে, ২০ বছরের ব্যবধানে গড়ে বিশ্বর প্রতি ৪ জন শিশুর ১ জন মারা যাবে বিশুদ্ধ পানির অভাবে।

জাতিসংঘ বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে থাকলে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা আরো বাড়বে।

ভারতের প্রায় হাজারের মতো গ্রামে দেখা যায় পানির জন্য হাহাকার চলছে। একদিকে তীব্র খরা অন্যদিকে ভূগর্ভস্থ পানির উৎসের অতিরিক্ত ব্যবহারে হুমকির মুখে ভারতের অন্তত ৩৩ কোটি মানুষ।

বর্তমানে আফ্রিকার ৪০ শতাংশ মানুষের নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া রাজ্যের চলতি বছরের খরা পরিস্থিতিকে ১২’শ বছরের মধ্যে সব চেয়ে ভয়াবহ বলছেন পরিবেশ বিজ্ঞানীরা।

এই খরার প্রভাব পড়েছে পরিবেশ ও জন জীবনে।

জাতিসংঘ বলছে, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা আর এশিয়ার বিভিন্ন দেশে অন্তত ১৬০ কোটি মানুষ বর্তমানে বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। গড়ে বিশ্ব প্রতি ৫ জনের ১ জন এ সমস্যায় ভুগছেন।

বিশ্ব অর্থনীতি ফোরাম বলছে, আগামী ৩২ বছরের ব্যবধানে বিশ্বে পানির চাহিদা বাড়বে ৫৫ শতাংশ বাড়বে সংঘাতও।

যুক্তরাষ্ট্র পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মারিও সালজার বলেন, ১’শ বছর ধরেই বিশুদ্ধ পানির জন্য চরম মূল্য দিতে হচ্ছে আমাদেরকে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে হয়তো ভবিষ্যতে বিশুদ্ধ পানির জন্য লড়াই করতে হবে।

মাত্রাতিরিক্ত দূষণ, পানির স্তর নিচে নেমে যাওয়া, রাসয়নিকের ব্যবহার প্রধান কারণ বলছেন পরিবেশ বিজ্ঞানীরা।

পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বার্ট হিলহোর্স্ট বলেন, আমরা কার্যকর উপায়ে পানি ব্যবহার করতে পারছিনা। বৃষ্টির পানি ব্যবহারের মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।

২০২৫ সালে নাগাদ বিশ্বের ২৫ শতাংশ দেশে বিশুদ্ধ পানির সংকটে পড়বে। ২০৪০ সালে ৪ জন শিশুর ১ জন মারা যাবে বিশুদ্ধ পানির অভাবে এমন সতর্কতা ইউনিসেফের।

আর ২০৫০ সালে বিশ্বের ৭৫ ভাগ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়বে। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়