মরিয়ম চম্পা: বিরাট কোহলি দেশ প্রেমিক নন বলে দাবি করেছেন বিজেপির মধ্যপ্রদেশ রাজ্যের দলীয় আইনপ্রণেতা নেতা পান্না লাল শাক্য।
পান্না লাল এনডিটিভিকে বলেন, বিয়ের অনুষ্ঠানের জন্য নিজ দেশকে বাদ দিয়ে ইতালিকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছেন যে তারা প্রকৃত দেশ প্রেমিক নন।
গত সপ্তাহে ইতালির তাসকানিতে আড়ম্বরপূর্ণ এক ব্যক্তিগত অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্রিকেট তারকা বিরাট কোহলি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, স্কিল ইন্ডিয়া সেন্টার নামের একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, বিরাট অর্থ উপার্জন করেছে ভারতে, কিন্তু সে দেশে বিয়ে করার জন্য জায়গা খুঁজে পেল না। হিন্দুস্থান কি অস্পৃশ্য?
তিনি আরো বলেন, ‘প্রভু রাম, প্রভু কৃষ্ণ, বিক্রমাদিত্য, যুধিষ্ঠির এই ভূমিতে বিবাহ করেছেন। আপনাদের সকলের এখানেই বিয়ে করা উচিত। বিয়ে করার জন্য আমাদের কারোরই বিদেশে যাওয়া উচিত না। কোহলি এখানে উপার্জন করে শত কোটি ব্যয় করলেন ইতালিতে।’ এনডিটিভি