শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২২, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে কোন গতিরোধক না থাকায় দ্রুতগামী গাড়ির নিচে প্রাণ গেল এক বৃদ্ধার।

বুধবার (২২ জুন) সকাল ১০ কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেব্রা ক্রসিং এর সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে। এতে মহিরন খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা প্রকাশ করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, করোনার টিকা নিতে হাসপাতালে এসেছিলেন ওই নারী। টিকা নেওয়া শেষ করে তার নাতীর হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময়  কুষ্টিয়া থেকে মেহেরপুর দ্রুতগামি একটি ট্রলি চাপা দেয়। ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।  নিহত ব্যক্তি পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন এর স্ত্রী।

স্থানীয়রা জানান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই অচিরে ব্যস্ততম এই সড়কে  হাসপাতালের সামনে দ্রুত স্পিড বেকার বসানোর দাবি করেন সচেতন মহল ও স্থানীয়রা। তা না হলে এমন দুর্ঘটনা আবারো ঘটতে পারে বলে তারা জানান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি চালক পালিয়ে গিয়েছে। তাকে ধরতে পুলিশের একটি বিশেষ টিমের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়