শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২২, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে কোন গতিরোধক না থাকায় দ্রুতগামী গাড়ির নিচে প্রাণ গেল এক বৃদ্ধার।

বুধবার (২২ জুন) সকাল ১০ কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেব্রা ক্রসিং এর সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে। এতে মহিরন খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা প্রকাশ করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, করোনার টিকা নিতে হাসপাতালে এসেছিলেন ওই নারী। টিকা নেওয়া শেষ করে তার নাতীর হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময়  কুষ্টিয়া থেকে মেহেরপুর দ্রুতগামি একটি ট্রলি চাপা দেয়। ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।  নিহত ব্যক্তি পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন এর স্ত্রী।

স্থানীয়রা জানান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই অচিরে ব্যস্ততম এই সড়কে  হাসপাতালের সামনে দ্রুত স্পিড বেকার বসানোর দাবি করেন সচেতন মহল ও স্থানীয়রা। তা না হলে এমন দুর্ঘটনা আবারো ঘটতে পারে বলে তারা জানান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি চালক পালিয়ে গিয়েছে। তাকে ধরতে পুলিশের একটি বিশেষ টিমের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়