ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে কোন গতিরোধক না থাকায় দ্রুতগামী গাড়ির নিচে প্রাণ গেল এক বৃদ্ধার।
বুধবার (২২ জুন) সকাল ১০ কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেব্রা ক্রসিং এর সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে। এতে মহিরন খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা প্রকাশ করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, করোনার টিকা নিতে হাসপাতালে এসেছিলেন ওই নারী। টিকা নেওয়া শেষ করে তার নাতীর হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুর দ্রুতগামি একটি ট্রলি চাপা দেয়। ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তি পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন এর স্ত্রী।
স্থানীয়রা জানান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই অচিরে ব্যস্ততম এই সড়কে হাসপাতালের সামনে দ্রুত স্পিড বেকার বসানোর দাবি করেন সচেতন মহল ও স্থানীয়রা। তা না হলে এমন দুর্ঘটনা আবারো ঘটতে পারে বলে তারা জানান।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি চালক পালিয়ে গিয়েছে। তাকে ধরতে পুলিশের একটি বিশেষ টিমের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।