মোস্তাফিজুর রহমান: [২] মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক প্রকৌশলীসহ আটজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে রয়েল ফিলিং স্টেশন লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
[৩] এ ঘটনায় দগ্ধরা হলেন- মো: সালাউদ্দিন (৩৮), মোহাম্মদ মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন সুমন (৩২), মো রানা (৩০), কামাল হোসেন (৫০), জীবন (২১) ও ইঞ্জিনিয়ার খায়ের গাজী (৪৪)। তিনি এ বিএন ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার।
[৪] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের জরুরী বিভাগে চিকিৎসা চলছে।
[৫] ফিলিং স্টেশনের অপারেটর কামরুল হাসান বলেন, রয়েল ফিলিং স্টেশনে তিনদিন যাবত গ্যাসের লাইনের কাজ চলছিল। আজ টেস্টিং করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানতে পেরেছি।
এমআর/এনএইচ