শিরোনাম
◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০০ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৬ বিজিবি সদস‍্য আহত

খন্দকার রাকিবুল, রংপুর: [২] রংপুরের মিঠাপুকুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে বহনকারী পিকআপ ভ্যান ও একটি ট‍্রাকের সংঘর্ষে ৬ জন বিজিবি সদস্য আহত হয়েছেন।
 
[৩] মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের জায়গীরহাট চায়না ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র পিকআপ ভ্যানটি নাশকতা রোধে বিশেষ ডিউটিতে অবস্থানরত বিজিবি'র সদস‍্যদের দুপুরের রান্না করা খাবার নিয়ে বিজিবি'র অন্যান্য টহলগাড়িসহ রংপুরের দিকে ফিরছিলেন। এসময় বিজিবি'র খাবার সরবরাহকারী পিকাপ ভ‍্যানটিতে একটি খালি ট্রাক পিছন দিক থেকে এসে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি'র ওই পিকাক ভ‍্যানটিকে বামপাশে চাপ দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেলে বিজিবি'র ছয়জন সদস‍্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।

[৫] মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ট্রাকটি আটক করে চালক এরং হেলপারকে থানায় নিয়ে আসা হয়েছে। আহতরা চিকিৎসাধীন থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। সম্পাদনা: এ আর শাকিল   

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়