শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

মোশায়ারা আক্তার, দাউদকান্দি (কুমিল্লা): [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পিকআপ ট্রাক চাপায় দুই জন নারী নিহত হয়েছেন।

[৩] বুধবার (৮ নভেম্বর) দুপুরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো.আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] নিহতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।

[৫] হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নাসিমা বেগম ও মনোয়ারা বেগম হাত ধরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি পিকআপ ট্রাক তাদেরকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তারা মারা যায়।

[৬] ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো.আবদুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে সন্ধ্যায় মরদেহ দুটি তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। পিকআপ ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়