মোশায়ারা আক্তার, দাউদকান্দি (কুমিল্লা): [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পিকআপ ট্রাক চাপায় দুই জন নারী নিহত হয়েছেন।
[৩] বুধবার (৮ নভেম্বর) দুপুরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো.আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
[৪] নিহতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।
[৫] হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নাসিমা বেগম ও মনোয়ারা বেগম হাত ধরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি পিকআপ ট্রাক তাদেরকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তারা মারা যায়।
[৬] ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো.আবদুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে সন্ধ্যায় মরদেহ দুটি তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। পিকআপ ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
প্রতিনিধি/এনএইচ