প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): [২] আলমডাঙ্গায় ড্রাম ট্রাকের সঙ্গে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক কালা চাঁদ (৬২) নামে একজন নিহত হয়েছেন।
[৩] শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় সামনে এ দুর্ঘটনা ঘটে।
[৪] নিহত কালা চাঁদ মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে।
[৫] স্থানীয়রা জানায়, চাষের জন্য সার কিনে আলমডাঙ্গা থেকে পাখিভ্যানে বাড়ি ফিরছিলেন কালা চাঁদ। এসময় জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যান চালক কালা চাঁদ। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
[৬] নিহতের স্ত্রী রাজিয়া খাতুন বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধান চাষের জন্য সার কিনতে আলমডাঙ্গা শহরে যায়। ঘন্টা খানেক পর শুনতে পাই আমার স্বামী ট্রাক চাপায় মারা গেছে।
[৭] আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/একে