শিরোনাম

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

মারুফ মালেক: রাজধানীর ভাটারা থানাধীন নর্দা এলাকায় একটি গাড়ির ধাক্কায় মো. ইমরান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মনির হোসেন জানান, আমার ভাই একটি ফ্যাক্টরিতে চাকরি করতো, বাসায় ফেরার পথে বাড্ডার নর্দা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর হন। পড়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।  

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার জরখালি গ্রামে। মো. তোফায়েল শিকদারের সন্তান তারা। নিহত ওই যুবক চার ভাই তিন বোনের মধ্যে সবার ছোট। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়