শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ যাত্রী আহত

মোস্তাফিজুর রহমান: কেরানীগঞ্জের কুইচ্চামারা ব্রিজে টোল বক্সে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এতে গাড়িতে থাকা অন্তত ৭ জন যাত্রী আহত হন। বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসার জন্য তাদেরকে ঢামেক হাসপাতালে আনা হয়।

আহতরা হলেন, তৃষ্ণা মন্ডল (৫৩), তার মেয়ে ঐশী মন্ডল (২৩), আসিফ আকন (২৫), তোফাজ্জল (৬৮), মনির হোসেন (২৬), রিপন মিয়া (৪৫) ও ফরিদা বেগম (৫০)। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত আসিফ আকন বলেন, বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী শ্যামলী পরিবহনের বাসটির চালকের অবস্থা ছিল ঘুম ঘুম অবস্থায়। সে সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে কুইচ্চামারা ব্রিজের টোল বক্সের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা কম বেশি অনেকেই আহত হয়। পরে চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অন্তত সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসক এর বরাত দিয়ে তিনি বলেন, আহতরা কম বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এদের অবস্থা গুরুত্ব নয়। সম্পাদনা: নাহিদ হাসান

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়