শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ যাত্রী আহত

মোস্তাফিজুর রহমান: কেরানীগঞ্জের কুইচ্চামারা ব্রিজে টোল বক্সে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এতে গাড়িতে থাকা অন্তত ৭ জন যাত্রী আহত হন। বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসার জন্য তাদেরকে ঢামেক হাসপাতালে আনা হয়।

আহতরা হলেন, তৃষ্ণা মন্ডল (৫৩), তার মেয়ে ঐশী মন্ডল (২৩), আসিফ আকন (২৫), তোফাজ্জল (৬৮), মনির হোসেন (২৬), রিপন মিয়া (৪৫) ও ফরিদা বেগম (৫০)। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত আসিফ আকন বলেন, বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী শ্যামলী পরিবহনের বাসটির চালকের অবস্থা ছিল ঘুম ঘুম অবস্থায়। সে সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে কুইচ্চামারা ব্রিজের টোল বক্সের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা কম বেশি অনেকেই আহত হয়। পরে চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অন্তত সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসক এর বরাত দিয়ে তিনি বলেন, আহতরা কম বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এদের অবস্থা গুরুত্ব নয়। সম্পাদনা: নাহিদ হাসান

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়