শিরোনাম

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০২:১৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

ফিরোজ আহম্মেদ: ঝিনাইদহ জেলার  মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় মাহাবুব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(৭ জুন ২০২৩) দুপুরের দিকে উপজেলার যাদবপুর-বড়বাড়ী মাঠ এলাকায় সড়কে দূর্ঘটনা ঘটেছে।

পারিবারিক সুত্রে জানাযায় উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে ইসরাফিস হোসেনের স্ত্রী  ২শিশু পুত্র নিয়ে বাপের বাড়ি থেকে বাড়িতে আসছিলেন। ভ্যান থেকে নামার পর মা ভাড়ার টাকা দেওয়ার সময় তার শিশু মাহাবুব একা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কিন্ডার গার্ডের একটি স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি  নসিমন গাড়ি  তাকে চাপা দেয়।

এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আহত শিশুক  উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা প্রথমিক চিকিৎসার পর শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় কারণে  যশোর সদর হাসপাতালে রেফার্ড করে।এরপর বিকালে সেখানে নিয়ে যাওয়ার পথে তার শিশু টি মারা যায়। শিশু মাহবুবের  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়