শিরোনাম
◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে 

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৪:১২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁওয়ে প্রাইভেটকারে ভেতর থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

মাসুদ আলম: রাজধানীর তেজগাঁওয়ে একটি ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪২)। দেলোয়ার একটি সরকারি অফিসের অফিস সহায়ক ছিলেন।

বুধবার সকাল সাতটায় তেজগাঁওয়ের এলেনবাড়ি গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছে পার্কিং করা গাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।  

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, সকালে তেজগাঁও থানায় ফোন করে জানানো হয়, একটি ব্যক্তিগত গাড়ির ভেতরে দুটি মরদেহ রয়েছে। এই তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ব্যক্তিগত গাড়ির ভেতর দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। সেগুলোয় আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।  

জানা গেছে, দেলোয়ারের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। মৌসুমী আক্তার রানীর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তারা দুইজনই বিবস্ত্র ছিলেন। গাড়ির ভেতরে একাধিক মদের বোতল পাওয়া গেছে। বোতলে সাদা রঙের তরল পদার্থ দেখা গেছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহমুদ খান বলেন, গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছের একটি পুকুরপাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৪-০৭২৫) দেখতে পান লোকজন। গাড়িটির ইঞ্জিন চালু ছিল। 

লোকজন কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর মরদেহ দেখতে পান। শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন। দেলোয়ারের ভাই মিন্টু মরদেহসহ গাড়িটি চালিয়ে রাস্তায় নিয়ে যান। পরে তিনি থানায় ফোন করেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়