মোস্তাফিজুর রহমান: রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মোমরেজ (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) দুপুর পোনে দুই টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ কথা জানান ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইকবাল হোসেন।
তিনি বলেন, কমলাপুর গামী ট্রেনের একটি ইঞ্জিনের সাথে ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে প্রান হারান তিনি। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের স্বজনরা ছুটে আসেন। এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার মানাইরচড় গ্রামের মৃত আজিজ ফকির ও মা নুর জাহানের ছেলে মোমরেজ। তিনি হাতিরঝিল থানাধীন আমবাগান চেয়ারম্যান গলিতে পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি মাছের দোকান পানি সাপ্লাইয়ের কাজ করতেন। সম্পাদনা: নাহিদ হাসান
এমআর/এনএইচ