শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ নিহত ২

ফেনী প্রতিনিধি : নাতনির জন্য চিপস্ কিনে বাড়ী ফেরার পথে ফেনীতে পিকআপ ভ্যান ধাক্কায় মোহাম্মদ মোস্তফা (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ফেনী সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ মোস্তফা একই এলাকার মৃত খায়েজ আহম্মদের ছেলে।

জানা গেছে, দুপুর ১টার দিকে বৃদ্ধ মোহাম্মদ মোস্তফা নাতনির আবদার রক্ষা করতে চিপস্ কিনতে বাড়ীর পাশে দোকানে যায়। এসময় মসজিদে জোহরের আযান দিলে তিনি নামাজের কথা মাথায় রেখে দ্রুত চিপস্ কিনে বাড়ী ফেরার পথে ফেনী থেকে সোনাগাজীমুখী একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় একটি পিলার ভেঙ্গে মোহাম্মদ জামাল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মাথায় গুরুতর আঘাত পায়।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ জামাল একউ উপজেলার কামাল্লা গ্রামের শেখ আহম্মদ এর ছেলে।তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল জানান, পৃথক দুর্ঘটনায় আহত দুইজন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়