ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে রাবিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী।
জানা যায়, ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন লাগে। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ ভুস্মিভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তবে ঘরটি সম্পূর্ণ ভুস্মিভূত হয়ে গিয়েছিলো। পরবর্তীতে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে/এসএ