শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:১০ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যান এর মৃত্যু

নুরুল করিম, লামা : বান্দরবান জেলার লামা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান মো. সাহাব উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের মিরিঞ্জা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সাহাব উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নারারকুল গ্রামের বাসিন্দা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে সাহাব উদ্দিন লামা-ফাঁসিয়াখালী সড়কে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে যান।

এ সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সাথে সাথে তাকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার ম্যাক্স হসপিটালে নিয়ে যাই।

সেখানে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। দীর্ঘ বছর ধরে লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে লাইনম্যান পদে কর্মরত রাজস্ব খাতের একজন স্টাফ ছিলেন সাহাব উদ্দিন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাইনম্যান সাহাব উদ্দিনের মুত্যৃর খবর শুনেছি।

তবে অফিসিয়ালি এখনো জানানো হয়নি। জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়