শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায়  বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া:  কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের সুরসুরি গোলাবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। 
নিহত  মুনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সে ঘটনাস্থলের পাশ্ববর্তী নফরকান্দি গ্রামের শওকত আলীর ছেলে। নিহতের বড় চাচা আবেদ আলী জানান, মুনিরুল দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলো।
 
গত ২০ দিন পূর্বে সে দেশে ফিরে সুরসুরি গোলাবাড়িয়া বাজারে একটি গোডাউন সহ বাড়ি নির্মানের কাজ শুরু করে।নির্মানাধীন বাড়ির ওয়ালে পানি দেয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
 
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস জানান-আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে সুরসুরি বাজারে তার নিজ নির্মানাধীন গোডাউনে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনিরুল মৃত্যুবরন করেছে।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম টগর জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়দা তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আল আমিন  
  • সর্বশেষ
  • জনপ্রিয়