হারুন রশীদ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা থেকে ওয়াজ মাহফিল শুনে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহতের পর আহত অপর বৃদ্ধও মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের শোলকুঠির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারাত্মক আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই রাতেই শুকুর শেখ (৭০) নামক বৃদ্ধের মৃত্যু হয়।
অপর মারাত্মক আহত মো. আবজাল মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিহত মো. শুকুর শেখ উপজেলার ময়না ইউনিয়নের কুঠিবর্নি গ্রামের আইজ উদ্দিনের ছেলে। অপর নিহত আবজাল মোল্যাও একই ইউনিয়নের গোলারপাড় গ্রামের তসির উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সাবু মোল্যা বলেন, ওয়াজ শুনে নগরকান্দা থেকে বোয়ালমারী আসার পথে মাহেন্দ্র উলটে শুকুর শেখ ও আবজাল মোল্যা নামে দুই জনের মৃত্যু হয়েছে।
তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: আল আমিন