মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় সিএনজি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিজান মিয়া (২৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার সিএনজি চালক আ. রাজ্জাককে (৫৫) রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আমির সরদারের ছেলে।
গত শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পথচারীরা চালক রাজ্জাককে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। ওই দিনই এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া রবিবার ডেমরা থানায় রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। নিহত ভ্যানচালক মিজান মিয়া নেত্রকোনার কেন্দুয়া থানার বালুচর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি ভ্যান চালিয়ে রেডিমেড বালিশ বিক্রি করতেন।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মিজান শনিবার বিকেলে বালিশ বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়েতে উল্টোপথে আসা একটি দ্রুত ও বেপরোয়া গতির সিএনজির ( ঢাকা মেট্রো-থ-১৬-২৩০৪) সঙ্গে মিজানের ভ্যানের সংঘর্ষ হয়। এতে মিজান এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সড়ক পরিবহন আইনে মামলা গ্রহণ করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।